Revolutionary democratic transformation towards socialism

অবিলম্বে বিএনএস গ্রুপের ন্যাশনাল কেমিক্যালের শ্রমিকদের ৫ মাস এবং এবিকো ইন্ড্রাস্ট্রিজের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালু করতে হবে : বাম গণতান্ত্রিক জোট


বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ ২৭ জুন ২০২৪ইং তারিখে জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনএস গ্রুপের শ্রমিকদের ৫ মাস এবং এবিকো ইন্ডাস্ট্রিজ এর শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, একই মালিকানাধীন কারখানা দুটির শ্রমিকদের পক্ষ থেকে শ্রম প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সকলের নিকট বকেয়া বেতন-বোনাস পরিশোধ ও কারখানা চালুর জন্য লিখিতভাবে জানানো হয়েছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা কেউই তা আমলে নেয়নি। কলকারখানা অধিদপ্তর ও শ্রম অধিদপ্তর, গাজীপুরের জেলা প্রশাসক এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আন্দোলনরত বুভুক্ষ শ্রমিকদেরকে বারবার আশ্বস্ত করলেও তা কার্যকর করেনি। সকলেই শ্রমিক মেরে মালিক পুষতে ব্যস্ত।

বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, প্রতিবার ঈদের পূর্বে সরকারের পক্ষ থেকে বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি নির্দেশ প্রদান করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হয় না। সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা যথাযথ দায়িত্ব পালন করেন না বলেই অত্র কারখানা দুটির শ্রমিকদেরকে পরিবার পরিজন নিয়ে চরম অর্থাভাবের কারণে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেক শ্রমিক পরিবারকে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেকের সন্তানদের লেখা পড়া বন্ধ হয়ে গেছে।

এমতাবস্থায় শ্রমিক, শিল্প এবং জাতীয় স্বার্থে অতিসত্ত্বর শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং কারখানা চালু করতে হবে, অন্যথায় বাম গণতান্ত্রিক জোট শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..