বাংলাদেশের
কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শাহীন রহমান এবং
সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বাংলাদেশ উদীচী
শিল্পী গোষ্ঠী শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অরণ্যের উপর
সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়
ঝিনাইদহের শৈলকুপার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আলমগীর
হোসেনের উপর অতর্কিত হামলা চালায় কতিপয় সন্ত্রাসী। তাদের অস্ত্রের আঘাতে
গুরুতর আহত হন আলমগীর এবং পরে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে
ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তার অপারেশনও করতে
হয়েছে।
বিবৃতিতে নেতৃবন্দ অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।