বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা আজ সেগুনবাগিচাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য শহীদুল ইসলাম সবুজ।
সভার এক প্রস্তাবে নেতৃবৃন্দ সারা দেশে বেপরোয়া দুর্নীতি, অর্থপাচার ও খেলাপীঋণের বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থার অনুসঙ্গ হিসেবেই আজ দেশে সরকার-প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জেঁকে বসেছে। লুটেরা
গোষ্ঠী আজ ঘুষ-দুর্নীতির মাধ্যমে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে অর্থপাচার করছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। আইন প্রণয়নের সংস্থা সংসদ আজ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। দেশ রক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আজ দুর্নীতির শিরোমণি হিসেবে আবির্ভুক্ত যার কিঞ্চিতমাত্র বেনজির-আজিজ-আনার কাণ্ডে প্রকাশিত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সরকারই বেনজির-আজিজ-আনারদের তৈরি করেছে এবং তারা সরকারকে ক্ষমতায় রাখতে বিরোধী মত দমন ও ভোটজালিয়াতিতে সহায়তা করেছে। এর ফলে দেশ থেকে গণতন্ত্র-ভোটাধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক আইনের শাসন নির্বাসিত হয়েছে। দেশে ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের মাথার উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।
সভার প্রস্তাবে দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।