ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ সদস্যপদ থেকে বর্বর ইসরাইলকে বহিস্কার, মার্কিন-ইসরাইল যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে আজ দেশব্যাপী সমিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ঢাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইসরাইল ফিলিস্তিনে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে। এর বেশিরভাগই শিশু-নারী উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইনে শিশু-নারী-বয়স্ক মানুষ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দূতাবাসে হামলা চালাতে পারে না। কিন্তু ইসরাইল মার্কিন যুক্তরাাষ্ট্রের মদদে ফিলিস্তিনে একের পর এক হামলা ও হত্যাকান্ড অব্যাহত রেখেছে। জাতিসংঘ ফিলিস্তিনে হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করলেও সেটাও তারা তোয়াক্কা করছে না উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বর্বর ইসরাইলকে জাতিসংঘের সদস্যপদ থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইসরাইলের মদদদাতাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।
আজ ১ জুন ২০২৪ বিকেল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুরানা পল্টনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু,
বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)'র কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইসরাইল গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। গাজাবাসীকে ইসরাইলের কথায় জীবনযাপন করতে হয়। এই বন্দীদশা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে দেশের সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশে মোসাদ, সিআইএ কার্যক্রম সম্পর্কে জনগণের সামনে তথ্য তুলে ধরার জোর দাবি জানান। এছাড়াও বিনা ভোটের সরকার ও ক্ষমতায় যাওয়ায় মরিয়া বিরোধীদলগুলোও ফিলিস্তিনে ইসরাইল-মার্কিন গণহত্যার বিষয়ে মুখে কুলুপ এটে রেখেছে। সরকার বলে সকল দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু দেশের সংবিধান অনুযায়ী যুদ্ধবাজ, সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কোন সুযোগ নেই।
একই দাবিতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বাম গণতান্ত্রিক জোট ছাড়াও বিভিন্ন সমমনা রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, যুব-ছাত্র, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সমাবেশ, মিছিল অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট-এর নতুন সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ
বাম গণতান্ত্রিক জোট-এর পরিচালনা পরিষদের এক সভা থেকে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজকে আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট-এর সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।