বাংলাদেশর কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৮ মে ২০২৪ এক বিবৃতিতে বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা ব্যতিত ব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের যে ঘোষণা দিয়েছে তা নগরীর ১০ লক্ষ মানুষকে কর্মহীন করবে। এ সকল মানুষের বিকল্প কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তা না করে এই ঘোষণার মধ্য দিয়ে সরকার তাদের জীবন-জীবিকা বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহন প্রায় ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থানসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আয়ের টাকা গ্রামে যায়, ঐ অর্থনীতি ও জনজীবনকে সচল রাখতেও বিশেষ ভূমিকা রাখে।
বিবৃতিতে বলা হয়, এ সকল যানবাহনকে আরও আধুনিকায়ন করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের মধ্য দিয়ে বিপুল রাজস্ব আয় ও রিকশা চালকদের অমানবিক অবস্থার অবসান সম্ভব।
বিবৃতিতে সরকার এই ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করে স্বকর্মসংস্থান সৃষ্টিকারী মেহনতি মানুষের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।