বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ মে প্রদত্ত এক বিবৃতিতে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিস্কার সহ সাম্রাজ্যবাদী মদদ রুখে দাঁড়ানো ও প্যালেস্টাইনি জনগণের সাথে সংহতি জানাতে আগামী ১ জুন শনিবার বিকেলে দেশব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া, জেলা-উপজেলায় বিকেল ৪টা থেকে রাজপথে নেমে সংহতি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন., মার্কিন সাম্রাজ্যবাদ সহ তার সহযোগীদের মদতে ইসরাইল প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবর সোচ্চার ছিল। মহান মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের বীর জনগণ আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আসুন আগামী পয়লা জুন বিকাল চারটায় যার যার অবস্থান থেকে সারাদেশে রাজপথে নেমে দেশবাসী পক্ষে আমরা প্যালেস্টাইনি জনগণের প্রতি আমাদের সংহতি জানাই।