গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীদের ওপর পুলিশের গুলিবর্ষণ, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ গুলিবর্ষণ, হত্যাকা-, অগ্নিসংযোগ, লুটপাটের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ হামলা, লুটপাট থামিয়ে অবিলম্বে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের সুচিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উচ্ছেদের জন্য গতকাল আদিবাসীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করেছে, তারপর কাল ও আজ আদিবাসী পল্লীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের গুলিতে একজন আদিবাসী নিহত হয়েছেন। এই ঘটনা চরম নিন্দনীয়। গোবিন্দগঞ্জে সরকারি সম্পত্তি রক্ষার নামে দীর্ঘদিন ধরে আদিবাসীদের উচ্ছেদের চক্রান্ত চলছে। সরকার কোনো গ্রহণযোগ্য পথে না গিয়ে দখলবাজদের পক্ষ নিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, হামলা, গুলি ও হত্যা করে জনগণকে কখনো দমন করা যায় না। কোনো বিবেকবান মানুষ এই ধ্বংসযজ্ঞ মেনে নিতে পারে না। আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই সরকারের দমন-পীড়নের জবাব দিতে হবে।
Login to comment..