Revolutionary democratic transformation towards socialism

সুপ্রিম কোর্ট বারে সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনায় সিপিবির নিন্দা


বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কমিটির নির্বাচনের ভোট গণনার সময় সন্ত্রাসী হামলা ও নৈরাজ্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১০ মার্চ ২০২৪  এক বিবৃতিতে বলেন, সুপ্রিম কোর্ট বারে ভোট গণনার সময় সন্ত্রাসী হামলা দেশের ইতিহাসে নজিরবিহীন এবং ন্যাক্কারজনক। সিপিবি এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও এর মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।

সিপিবি নেতারা বিবৃতিতে আরও বলেন, দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে এই সন্ত্রাস এবং নৈরাজ্যের পরিস্থিতি প্রমাণ করে যে, সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। যে কারণে বহিরাগত সন্ত্রাসীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে ত্রাসের রাজত্ব কায়েম করে দেশের গোটা বিচার ব্যবস্থাকে উপহাস করার ঔদ্ধত্য প্রদর্শন করতে পারছে। সিপিবি মনে করে, সুপ্রিম কোর্টসহ সারা দেশের আইনজীবী সংগঠনসমূহের উচিত এই সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা। যা দেশে একটি স্বাধীন-জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলা এবং সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার জন্য খুবই জরুরি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..