Revolutionary democratic transformation towards socialism

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে সিপিবির শোক ও শ্রদ্ধা নিবেদন


বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক, দৈনিক করতোয়ার চিফ রিপোর্টার, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সাংবাদিক শাখার সদস্য সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে দেশ হারালো এক সৎ ও আদর্শবাদী সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও মানবমুক্তির লড়াইয়ের এক আপসহীন যোদ্ধাকে।
 
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলা বাহিনীর সদস্য এবং আজীবন বিপ্লবী সৈয়দ আহমেদ অটল আজ ৮ মার্চ ২০২৪, শুক্রবার, বেলা ১২.২১ টায় ঢাকার আজগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ বাদ জুম্মা জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে তার মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে দুপুর সাড়ে ৩টায় পুরানা পল্টন মুক্তিভবনে নেয়া হয়। সেখানে প্রয়াত সাংবাদিকের মরদেহ লাল পতাকায় আচ্ছাদিত করা হয়।

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জলি তালুকদারসহ সিপিবি এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।

পরে সৈয়দ আহমেদ অটলকে আজ আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..