বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভাণ্ডারীকে গভীর রাতে বাসা থেকে পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া, পুলিশ কর্তৃক আটকের বিষয়ে অস্বীকারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।
গতকাল ৪ মার্চ দিবাগত রাতে নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় আব্দুল হাকিমকে। শতাধিক শ্রমিক রাতভর কামরাঙ্গীরচর থানার সামনে অবস্থান করে প্রবীণ এই শ্রমিকনেতার সন্ধান দাবি করলেও থানা পুলিশ তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি।
পরে সকালে শ্রমিকরা মিছিল করে কামরাঙ্গীরচর থানা ঘেরাও করে চৌরাস্তা অবরোধ করলে পুলিশের পক্ষ থেকে শ্রমিক নেতা আব্দুল হাকিমকে আদালতে প্রেরণের কথা জানানো হয়। যদিও বিকেল ৩টা পর্যন্ত আদালতে শ্রমিকনেতার পক্ষের আইনজীবী কোনো ফরোয়ার্ডিং বা তার সন্ধান পাননি।
নেতৃবৃন্দ আরও বলেন, কিছু দিন পরই গ্রেফতারকৃত চাঁদাবাজরা জামিনে বের হয়ে এসে কামরাঙ্গীরচর এলাকার ব্যাটারিচালিত যানবাহনের চালকদের ওপর পুনরায় নির্যাতন চালাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, একজন প্রবীণ শ্রমিকনেতার সাথে পুলিশ প্রতিহিংসাপরায়ণ হয়ে অনেক অন্যায় করেছে। হামলা মামলা নির্যাতন করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে না।
নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকনেতা আব্দুল হাকিমের বিরুদ্ধে আনা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অবিলম্বে মুক্তি দাবি করেন।