আজীবন বিপ্লবী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, শ্রমিক-শিক্ষক-নারী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভানেত্রী কমরেড হেনা দাসের শততম জন্মদিন উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার বেলা ১২টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান প্রমুখ।
পুষ্পমাল্য
অর্পণের সময় কমরেড হেনা দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, কমরেড হেনা দাস আজীবন শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির লড়াই করে গেছেন। তিনি মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন। মুক্ত মানবের মুক্ত সমাজ তথা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে মাত্র ১৪ বছর বয়সে কমরেড হেনা দাস সংগ্রামে অবতীর্ণ হন। তিনি ব্রিটিশ ও পাকিস্তানি শাসন-শোষণের শৃঙ্খল ছিন্ন করে দেশমাতৃকার স্বাধীনতার জন্য লড়াই করেছেন। বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক।
এ সময় জানানো হয়, কমরেড হেনা দাসের শততম জন্মবার্ষিকী উদযাপনে দেশব্যপী বছরজুড়ে নানান কর্মসূচি পালন করবে সিপিবি।