বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সদস্য, দিনাজপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদের অন্যতম নেতা কমরেড সেলিনা হাই-এর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে তার সহযোদ্ধারা। আজ ২ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, সকাল ১০টায়, পুরানা পল্টনের মুক্তিভবনে প্রয়াত নেতার মরদেহ নেয়া হলে, সেখানে সিপিবিসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় দেশের প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, নারী মুক্তি ও মানব মুক্তির সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবেন কমরেড সেলিনা হাই।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শোকাহত সহযোদ্ধা ও স্বজনদের উদ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, সিপিবি ঢাকা দক্ষিণ মহানগর কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, প্রয়াত সিপিবি নেতার কন্যা আলোকচিত্র সাংবাদিক কাকলী প্রধান প্রমুখ।
এসময় সিপিবি কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, প্রাইভেট কার
ড্রাইভার্স ইউনিয়ন, সিপিবি ঢাকা দক্ষিণ নারী শাখাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ আজীবন বিপ্লবী, সিপিবি নেতা কমরেড সেলিনা হাই-এর মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
পরবর্তীতে কমিউনিস্ট আন্তর্জাতিক সঙ্গীত ও সংগ্রামী স্লোগানের মধ্য দিয়ে তাকে পার্টি অফিস থেকে শেষ বিদায় জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জটিল থ্যালাসেমিয়ার মতো অসুখকে সাথী করে তিনি আমৃত্যু মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। একদা সিপিবি দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইয়াসমিন ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গড়ে ওঠা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি সিপিবির কংগ্রেসে প্রেসিডিয়ামের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নেতৃবৃন্দ বলেন, কমরেড সেলিনা হাই কখনই মানুষের জন্য কাজ করা থেকে বিচ্ছিন্ন হননি। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন, নারীমুক্তি আন্দোলন ও কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের সংগ্রামে তার লড়াকু অবস্থান এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
কমরেড সেলিনা হাই শেষ জীবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণ জেলার নারী শাখার সভ্য ছিলেন। তিনি গতকাল ১৯ ফেব্রুয়ারি সোমবার, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।