Revolutionary democratic transformation towards socialism

বর্ষীয়ান রাজনীতিবিদ দূর্গাপ্রসাদ তেওয়ারীর মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, কমরেড মণি সিংহ এর সহযোদ্ধা, ন্যাপ নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশবিরোধী সংগ্রামী, সামরিক শাসক ও স্বৈরাচার বিরোধী সংগ্রামের অন্যতম নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারীর মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি কমরেড মনি সিংহের সহযোদ্ধা ছিলেন। আজীবন সংগ্রামী নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারী টঙ্ক ও তেভাগা আন্দোলন থেকে শুরু করে গাঢ়ো-হাজংসহ অবহেলিত আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন।

নেতৃবৃন্দ বলেন, তিনি আমৃত্যু মানুষের মুক্তির সংগ্রামে ওতোপ্রোতভাবে যুক্ত ছিলেন। সামরিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। সৎ, নিমোর্হ ও ত্যাগী রাজনীতিবিদ দূর্গাপ্রসাদ তেওয়ারী সমাজ জীবনে যা অবদান রেখেছেন বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সুসং দুর্গাপুরের আদিবাসী জনগোষ্ঠীসহ সারা দেশের মানুষ তার এই অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা এই মহান ত্যাগী নেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি আমৃত্যু কমিউনিস্ট পার্টির একজন সুহৃদ ছিলেন। তিনি নিজ সন্তানদের কমিউনিস্ট আদর্শে দীক্ষা দেয়াসহ পার্টির বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। কমরেড মণি সিংহের ঘনিষ্ঠ সহচর এই নেতা কমরেড মণি সিংহ ট্রাস্ট এর সভাপতি ছিলেন।

উল্লেখ্য, গণমানুষের মুক্তি আন্দোলনের নেতা শ্রী দূর্গাপ্রসাদ তেওয়ারী ৯৩ বছর বয়সে গতকাল ৩১ জানুয়ারি নেত্রকোণার দুর্গাপুরে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..