বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে সিপিবি সমর্থিত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
সিপিবি’র নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জনগণের রায়ে পরাজিত হয়ে পরাজিতরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এই হামলায় বিএনপি-আওয়ামী লীগ একাট্টা হয়ে গেছে। বামপন্থীদের অগ্রযাত্রা ঠেকানো যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রাজশাহীর গোবিন্দপাড়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান সিপিবি’র রাজশাহী জেলা কমিটির সদস্য বিজন কুমার সরকারের ওপর আজ ২ নভেম্বর সকালে বিএনপির পরাজিত প্রার্থী আশরাফুল আলমের ভাই ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আসাদুজ্জামানের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়।
Login to comment..