বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ জানুয়ারি ২০২৪ এক বিবৃতিতে আদিবাসী অধিকার আন্দোলনের নেতা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, রবীন্দ্রনাথ সরেন আমৃত্যু আদিবাসী জনগণের অধিকার আদায়ের সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশের আদিবাসী জনগোষ্ঠীর চলমান লড়াই সংগ্রামের এক অপূরণীয় ক্ষতি হলো। মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল অসাম্প্রদায়িক এবং সকল মানুষের সম-অধিকারের বাংলাদেশ গড়ার বিষয়ে তিনি সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
বিবৃতিতে বলা হয়, মানুষের মুক্তির সংগ্রামে সমাজতন্ত্রের প্রতি ছিল তার প্রগাঢ় আস্থা যার কারণে আদর্শিকভাবে তিনি ছিলেন আমাদের পার্টির একান্ত সুহৃদ। বিবৃতিতে বলা হয়, একজন দেশপ্রেমিক, প্রগতিশীল,সাহসী এবং লড়াকু মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভ্যানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
একজন আদর্শিক দেশপ্রেমিক মানুষ রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী অধিকার আন্দোলনের নেতা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি রবীন্দ্রনাথ সরেন, গত রাত আনুমানিক ১.৩০ মিনিটে দিনাজপুরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।