ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আয়োজনে আজ ৩০ ডিসেম্বর ২০২৩, শুক্রবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় কার্যালয় পুরানা পাল্টন, মুক্তিভবন মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, কমরেড মণি সিংহ সৎ ও ত্যাগী আদর্শের প্রতীক। শোষণমুক্তির সংগ্রাম, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, সততা, আত্মত্যাগ, শোষিত নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা এবং গভীর দেশপ্রেমের মূর্ত প্রতিক তিনি। বাংলাদেশের জনগণের সামনে তিনি আলোকবর্তিকা হয়ে থাকবেন।
সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা আসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, লক্ষ্মী চক্রবর্ত্তী, পরেশ কর, কৃষক নেতা অ্যাড. এস এম এ সবুর, ক্ষেতমজুর নেতা ডা. ফজলুর রহমান, উদীচী নেতা অমিত রঞ্জন দে, শ্রমিক নেতা রুহুল আমিন, যুব নেতা
জাহাঙ্গীর আলম নান্নু, ছাত্রনেতা দীপক শীল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের প্রেসক্রিপশনে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। যা সংবিধান বিরোধী মৌলিক অধিকারের পরিপন্থী। জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না করে একতরফা প্রহসনের নির্বাচন করার মধ্যে দিয়ে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নীতিহীন আদর্শহীন লুটেরা রাজনীতি দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। কমরেড মণি সিংহের মতো আদর্শবাদী নীতিনিষ্ঠ নেতার জীবনাদর্শ চর্চা, মানুষের জন্য রাজনীতি করার মধ্যে দিয়ে এ সংকট মোকাবিলা করা সম্ভব।
কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি, সিপিবিসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৩১ ডিসেম্বর সকাল ৮টায় পোস্তগোলা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে, টঙ্ক আন্দোলনের পাদপীঠ নেত্রকোনা সুসং-দুর্গাপুর টংক স্মৃতিসৌধে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।