Revolutionary democratic transformation towards socialism

উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু’র মৃত্যুতে সিপিবি’র শোক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
   
আজ ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার, বেলা ২.৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত গোলাম মোহাম্মদ ইদু’র মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও রেড স্যালুট জানিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলে প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন গোলাম মোহাম্মদ ইদু। পরবর্তীতে  ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
 
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তথা বাংলাদেশের প্রতিটি ন্যায়সঙ্গত, প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন গোলাম মোহাম্মদ ইদু। জীবনের একটি দীর্ঘসময় তাকে কারান্তরীণ থাকতে হয়েছে। তারপরও নিজের দায়িত্ব-কর্তব্য থেকে কখনো পিছপা হননি তিনি।

গোলাম মোহাম্মদ ইদুর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, প্রগতিশীল, সমাজ প্রগতির একনিষ্ঠ সংগ্রামকে হারাল। জাতি তার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..