Revolutionary democratic transformation towards socialism

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একাদশ কংগ্রেস সমাপ্ত মুজাহিদুল ইসলাম সেলিম সভাপতি, সৈয়দ আবু জাফর আহমেদ সাধারণ সম্পাদক


সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র একাদশ কংগ্রেস সমাপ্ত হয়েছে। গতকাল ৩১ অক্টোবর ২০১৬ কংগ্রেসের সপ্তম এবং শেষ অধিবেশনে আগামী ৪ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেস শেষ হয়। কংগ্রেসে ৫৩০ জন প্রতিনিধি ভোট প্রদান করেন। যার মধ্যে ভোট বাতিল হয় ২১ জনের। ৫০৯ জনের ভোটে ৪৩ জন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এই কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯। অবশিষ্ট ৬ জন পরবর্তীতে কো-অপ্ট এর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত হবেন। নবনির্বাচিত কমিটি আজ প্রথম সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলী নির্বাচিত করেছে। আজ বিকেল ৩টায় কংগ্রেসের মুখপাত্র সৈয়দ আবু জাফর আহমেদ, হায়দার খান রনো ও মো. শাহ আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলাদেশে ডাকসু’র

মুজাহিদুল ইসলাম সেলিম
প্রথম ভিপি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৮০’র দশকের উত্তাল ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ। নেতৃবৃন্দ দ্বিতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। দশ সদস্যের সভাপতিম-লীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে সদস্য থাকবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মদ আলতাফ হোসাইন, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, অধ্যাপক এম এম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাড. মণ্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, মাহাবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপিকা এ এন রাশেদা, অ্যাড. এমদাদুল হক মিল্লাত,

সৈয়দ আবু জাফর আহমেদ
মনিরা বেগম অনু, আব্দুল কাদের, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অ্যাড. এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, অ্যাড. সোহেল আহমেদ, মাকছুদা আখতার লাইলী, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, আব্দুল্লাহ আল ক্বাফি রতন, ডা. সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম আরজু ও লুনা নূর। একাদশ কংগ্রেস ৬ সদস্যের কন্ট্রোল কমিশন নির্বাচিত করেছে। কন্ট্রোল কমিশন সদস্যরা হলেন- মোহাম্মদ নবী, ডা. শিশির কুমার মজুমদার, মোর্শেদ আলী, কাজী সোহরাব হোসেন, লীনা চক্রবর্তী ও ডা. আবু সাঈদ। কেন্দ্রীয় কমিটি ৪ সদস্যের উপদেষ্টামণ্ডলী নির্বাচিত করেছে। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, জসিমউদ্দিন মণ্ডল ও শাহাদাৎ হোসেন। এছাড়াও ১৯৫ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করা হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..