Revolutionary democratic transformation towards socialism

ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় তদারকি সরকার গঠন, একতরফা নির্বাচন বর্জনের আহ্বান


আজ ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, বিকাল ৪টায় রাজধানীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে সমাবেশ ও পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা-কালভার্ট রোড-বিজয়নগর হয়ে পল্টন মোড়- প্রেসক্লাব-তোপখানায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির আব্দুল আলীসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার এত উন্নয়নের কথা বলে, মেগা প্রকল্পের কথা বলে তাহলে তাদের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ভয় কিসের? বিভিন্ন সময়ে দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্পন্ন হয়নি। তারই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী সরকারের অধীনে বিগত দুটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ভয়ভীতি দেখিয়ে তাদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। নেতৃবৃন্দ জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে বর্তমান তফসিল বাতিল ও সরকারকে অবিলম্বে

সুষ্ঠু ও নির্বাচন অনুষ্ঠানের জন্য দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার পুলিশ ও দলীয় বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বাম জোটের মিছিল, সমাবেশে হামলা, নেতাদের গ্রেফতার করা হয়েছে। আজই নাটোরে বাম জোটের সভায় হামলা চালানো হয়েছে। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন জায়গায় গণগ্রেফতার করা হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধ ও মানুষের গণতান্ত্রিক অধিকার সভা, সমাবেশ, মিছিল যাতে রাজনৈতিক দলগুলো করতে পারে তার দাবি করেন।

সমাবেশ থেকে বামজোটের সমন্বয়ক আগামী সপ্তাহে দেশব্যাপী বিক্ষোভ, মিছিল, সমাবেশ প্রচারপত্র বিলির জন্য ১ ডিসেম্বর থেকে প্রচার সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আগামী ৬ ডিসেম্বর ২০২৩, স্বৈরাচার পতন দিবসে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়।

দেশের বিভিন্ন স্থানে বামজোটের আহ্বানে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদ, ঐক্যন্যাপ, ফ্যাসিবাদবিরোধী বামমোর্চা, জাতীয় গণফ্রন্ট, জাতীয় মুক্তি কাউন্সিল যুগপৎ ধারায় এই কর্মসূচি পালন করবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..