Revolutionary democratic transformation towards socialism

শ্রমিক হত্যার বিচার ও ন্যূনতম ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিতে আগামী ১৫ নভেম্বর বুধবার দেশব্যাপী বাম জোটের বিক্ষোভ


গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে পুলিশের গুলিতে ইতোমধ্যে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ শ্রমিক হত্যার প্রতিবাদে, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি নিশ্চিত ও দুঃশাসন হটানোর দাবিতে আগামী ১৫ নভেম্বর, বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
 
সেই সাথে নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণা করলে সারাদেশে বিক্ষোভ, ঘেরাও, হরতালসহ ধারাবাহিক কঠোর কর্মসূচির জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ ১৩ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয়

পরিচালনা পরিষদের সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্ক্সবাদী)’র কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির রুবেল শিকদার প্রমুখ। 

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..