বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে গাজীপুরে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশের হামলা ও গুলি করে শ্রমিক হত্যার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায্য দাবি মেনে না নিয়ে তাদের উপর দমন পীড়ন, হামলা-মামলা, গুলি করে শ্রমিকদের হত্যা করে এই আন্দোলন পণ্ড করা যাবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, এই বর্বরোচিত ন্যাক্কারজনক শ্রমিক হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সরকারকে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে এই শিল্পকে রক্ষার উদ্যোগ গ্রহণ করতে হবে।