Revolutionary democratic transformation towards socialism

বিএনপি’র সমাবেশে হামলা, সমাবেশ পণ্ড ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ করে নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটি আজ বিকাল ৪টায় এক জরুরি সভা জোটের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)‘র সহ সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টি’র আব্দুল আলী, বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টি’র শহীদুল ইসলাম সবুজ প্রমুখ। 

সভা থেকে নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বিএনপি’র সমাবেশে দফায় দফায় পুলিশী হামলা, সমাবেশ পণ্ড করে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে। সমাবেশের পূর্বানুমতি থাকা সত্ত্বেও তল্লাশির নামে হয়রানি, সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এমনকি সমাবেশের মাইক বন্ধ করে দিয়ে সরকার চরম ফ্যাসীবাদী আচরণ করেছে বলে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ বলেন, ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও ধ্বংস করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এবং নানা চক্রান্ত ও তৎপরতার পথ প্রশস্ত করছে।

নেতৃবৃন্দ দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেয়া, সরকারের পদত্যাগ এবং দেশকে পুুলিশি রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

বাম গণতান্ত্রিক জোট সমাবেশে হামলা, নির্যাতন ও সভা সমাবেশ পণ্ড করার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..