Revolutionary democratic transformation towards socialism

সিপিবি পঞ্চগড় জেলার সভাপতি কমরেড রেজাউল ইসলাম-এর মৃত্যুতে সিপিবি’র শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৬ সেপ্টেম্বর ২০২৩ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র পঞ্চগড় জেলা কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে বলা হয়, কমরেড রেজাউলের মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। কমরেড  রেজাউল আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তাঁর জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। আমৃত্যু তিনি পার্টির প্রতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

বিবৃতিতে বলা হয়, সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড রেজাউল ইসলামের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম ছাত্র জীবন থেকে প্রগতিশীল আন্দোলন ও  অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত ছিলেন। রেজাউল ইসলাম ছিলেন জেলা ছাত্র ইউনিয়ন, উদীচী ও ক্ষেতমজুর সমিতি পঞ্চগড় জেলার সাবেক সভাপতি। 

উল্লেখ্য, কমরেড রেজাউল ইসলাম মরণব্যাধি ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করে আজ ৬ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮টার সময় পঞ্চগড়ের  নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

আজ বাদ মাগরীব জানাজার পর স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..