Revolutionary democratic transformation towards socialism

শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৪ আগস্ট ২০২৩ এক বিবৃতিতে শিশু সংগঠন খেলাঘরের চেয়ারম্যান শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুতে বাংলাদেশের অসাম্প্রদায়িক প্রগতিশীল আন্দোলন একজন সক্রিয় সংগঠককে হারালো।

বিবৃতিতে বলা হয়, তিনি ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কমিউনিস্ট পার্টির নেতা শহীদ সাংবাদিক শহিদুল্লাহ কায়সারের সংস্পর্শে এসে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমৃত্যু সক্রিয় ছিলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শহীদ জায়া অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুতে পার্টি পরিবার গভীর শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..