বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২২জুলাই এক বিবৃতিতে আসিক ড্রেস ডিজাইন শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক (চৈতী গ্রুপ) বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উত্তরা শাখার সহ-সভাপতি কামরুল হাসান ও সদস্য মো. আলমগীরকে গতকাল গভীর রাতে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রেফতারকৃত গার্মেন্ট শ্রমিকনেতাদের নি:র্শত মুক্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অন্যায্যভাবে চৈতী গার্মেন্ট মালিক কারখানা বন্ধ করার জন্য গতকাল রাতে শ্রমিক নেতাদের গ্রেফতার করা হয়েছে। এভাবে গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না।