Revolutionary democratic transformation towards socialism

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় শ্রমিক লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনায় সিপিবির ক্ষোভ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ জুলাই এক বিবৃতিতে বিপ্লবী কমিউনিস্ট লীগের শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রায় শ্রমিক লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলা ও লাঞ্চনার তীব্র প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে দেশব্যাপী সমাবেশ-পদযাত্রা-বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ জুলাই '২৩ যশোর জেলার অভয়নগরে সকাল ১১টায় বিপ্লবী কমিউনিস্ট  লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তসলিম উর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশ ও পদযাত্রায় শ্রমিক লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও লাঠিসোটাসহ অতর্কিত হামলা চালায় এবং উপস্থিত নেতৃবৃন্দকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। হামলায় পার্টির স্থানীয় নেতা সাধনসহ বেশ কয়েকজন আহত হন।

বিবৃতিতে বলা হয়, সরকারের এধরনের আচরণ দ্বারাই বোঝা যাচ্ছে যে সরকার কতোটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো গণতান্ত্রিক কর্মসূচিই সরকার পালন করতে দিচ্ছে না। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..