Revolutionary democratic transformation towards socialism

সিপিবি উত্তরা পূর্ব শাখার সদস্য শ্রমিকনেতা শফিকুল ইসলাম পাঙ্খার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তি দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবির) সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ জুলাই এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন নাইস এ্যাপারেলস ইন্ডাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম (পাঙ্খা) ওপর মালিকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের জঘন্য হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শফিকুল ইসলাম গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সোচ্চার তাই গার্মেন্ট মালিকরা এবং তাদের আজ্ঞাবাহী কিছু শ্রমিক সংগঠনের সন্ত্রাসীরা বারবার হামলা চালাচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

উল্লেখ্য, গতকাল ১৬ জুলাই, রবিবার দুপুরে উত্তরার দক্ষিণখানে অবস্থিত কারখানার গেইটে সন্ত্রাসী হামলা হয়েছে। শফিকুল ইসলাম (পাঙ্খা)কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের একজন গ্রেফতার হয়েছে।

বিবৃতিতে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..