বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১২ জুলাই ২০২৩ এক বিবৃতিতেকমিউনিস্ট পার্টির হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, কমরেড হীরেন্দ্রের মৃত্যুতে পার্টি একজন নিবেদিতপ্রাণ কমিউনিস্টকে হারালো। কমরেড ধীরেন্দ্র আমৃত্যু মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তার জীবনকে নিবেদিত করে রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।
বিবৃতিতে বলা হয়, কমরেড হীরেন্দ্র ছাত্রজীবন থেকে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি ছাত্র ইউনিয়নের একজন লড়াকু নেতা ছিলেন। আমৃত্যু তিনি পার্টির সার্বক্ষণিক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, কমরেড হীরেন্দ্র ছিলেন হবিগঞ্জের গণমানুষের নেতা। তার নেতৃত্বে হবিগঞ্জ জেলা পার্টি সেখানের মানুষের এক পরীক্ষিত সংগঠনে পরিণত হয়েছিলো।
বিবৃতিতে বলা হয়, সারাদেশের মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে নিবেদিত কর্মীরা কমরেড হীরেন্দ্রের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজীবন।
নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত। বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড হীরেন্দ্রের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, সিপিবি হবিগঞ্জ সাবেক জেলার সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্ত আজ সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।