Revolutionary democratic transformation towards socialism

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিপিবির উদ্বেগ ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ এপ্রিল এক বিবৃতিতে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে নেতৃবৃন্দ নিউ সুপার মার্কেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলো অগ্নিকাণ্ডের কারণে মারাত্মক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হলো বলে উল্লেখ করেন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে আরও বলা হয়- গত দুই সপ্তাহে রাজধানীতে বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যা অত্যন্ত উদ্বেগজনক। সারাদেশে এ ধরনের দুর্ঘটনা কেন বারবার সংঘটিত হচ্ছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে কোনোরকম কারিগরি ত্রুটি, অব্যবস্থাপনা নাকি নাশকতা এ বিষয় খতিয়ে দেখতে হবে। একইসাথে এ সকল দুর্ঘটনার পেছনে যদি কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফায়ার সার্ভিসকে আরও আধুনিকীকরণ এবং ব্যবসাকেন্দ্রগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ সকল নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়- বারবার একই ঘটনা ঘটার পরও তেমন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ আমাদের দৃষ্টিগোচর হয়নি। নিউ মার্কেটের এ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষ জড়িত। ফায়ার সার্ভিস কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কোনো পূর্ব প্রস্তুতি বা সতর্কতা ছিল না বলে প্রতিয়মান। কাজেই এ দায়-দায়িত্ব পুরোপুরি সরকারকে নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..