Revolutionary democratic transformation towards socialism

সাবেক ছাত্র নেতা, শান্তি পরিষদের নেতা ইঞ্জিনিয়ার আবুল কাশেমের মৃত্যুতে সিপিবির শোক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, ইউকসুর সাবেক জিএস, বাংলাদেশ শান্তি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  ইঞ্জিনিয়ার আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ১৫ এপ্রিল, ২০২৩ শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম ছিলেন এক প্রগতিশীল ও মুক্তবুদ্ধির মানুষ। যুদ্ধবিরোধী, সহিংসতা বিরোধী লড়াইয়ে বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন এ বীর মুক্তিযোদ্ধাকে হারিয়ে আমরা একজন মেধাবী জনবান্ধব মানুষকে হারালাম। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং তার পরবর্তীতে বিভিন্ন প্রগতিশীল শান্তি আন্দোলনে তাঁর ভূমিকা দেশবাসী মনে রাখবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম আজ ১৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..