Revolutionary democratic transformation towards socialism

সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৫ এপ্রিল শনিবার দেশব্যাপী সিপিবি’র বিক্ষোভ


আবারো সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৫ এপ্রিল, ২০২৩ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ১২ এপ্রিল, ২০২৩ সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সভা পার্টির সভাপতি কমরেড মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহ সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহিন রহমান, কমরেড এ.এন.রাশেদা।

সভায় দুঃশাসন হঠানো, ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, গণ আন্দোলন, গণসংগ্রামের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনে দাবি আদায় করতে হবে। একই সাথে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী অপশক্তির তৎপরতা রুখে দাড়াতে হবে।

সভায় দেশ ও জনগণের শত্রু, গণতন্ত্রহীনতা, পুজিবাদী শোষণ-লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..