Revolutionary democratic transformation towards socialism

‘অত্যাবশকীয় সেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার বিল উত্থাপন একটি স্বৈরাচারী পদক্ষেপ’


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সরকারকে ধর্মঘট নিষিদ্ধ করার ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে ‘অত্যাবশকীয় পরিষেবা বিল’ উত্থাপনের তীব্র নিন্দা জানিয়েছেন।
 
আজ এক বিবৃতিতে বলা হয়, ধর্মঘটের অধিকার কেড়ে নেয়ার উদ্যোগ একটি অগণতান্ত্রিক ও স্বৈরাচারী পদক্ষেপ। সংবিধান, আইন, আইএলও কনভেনশন ও আন্তর্জাতিক বিধি-বিধান অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবিতে ধর্মঘটের অধিকার স্বীকৃত বিষয়। সরকার শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার-পাওনা নিশ্চিত করতে না পেরে দমনের অপচেষ্টা চালাচ্ছে। এটি কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না। অত্যাবশকীয় খাত নামে প্রতিবাদের অধিকার কেড়ে নেয়ার অর্থ হলো শ্রমিকের ওপর বিনা বাধায় নিপীড়ন-নির্যাতনকে সম্প্রসারিত বা বৈধ করা।
 
নেতৃবৃন্দ বলেন, জরুরি সেবাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। সেই অর্থে এই কাজের সাথে যারা যুক্ত থাকবে তাদের অধিকার বেতন-পাওনাদি এবং অন্যান্য যাবতীয় চাহিদা নিশ্চিত করাও সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। সেই কর্তব্য পালন করতে ব্যর্থ হয়ে সরকার জনগণের স্বার্থবিরোধী এই আইন পাসের চেষ্টা চালাচ্ছে। এই আইন পাস হলে তা মালিকদের সুরক্ষা এবং শ্রমিকদের ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। লড়াই-সংগ্রামের পথ অবরুদ্ধ রেখে জনগণের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার এই প্রয়াস একটি স্বৈরাচারী পদক্ষেপ।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি জানিয়ে বলেন, কোনোভাবেই সরকারের এই অগণতান্ত্রিক সংবিধানবিরোধী পদক্ষেপ মেনে নেয়া হবে না এবং যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ জনগণ ও শ্রমিকশ্রেণিকে এই গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..