Revolutionary democratic transformation towards socialism

‘রাজনীতি যখন বিনিয়োগে পরিণত হয়েছে সেই সময়ে আদর্শের প্রতি অবিচল থেকে লড়াই করেছেন’


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড আজহারুল ইসলাম আরজু ও কেন্দ্রীয়  কমিটির সাবেক সদস্য কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরোজের স্মরণে আজ ১০ ফেফ্রুয়ারি ২০২৩, সিপিবির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে শোকসভায় প্রয়াত দু’জন কমরেডের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, ডা. দিবালোক সিংহ, কাজী সাজ্জাদ জহির চন্দন, মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মজিবর রহমান।

সভা পরিচলনা করেন পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এ সময় পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এ এন রাশেদা ও শাহীন রহমান উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা মানিকগঞ্জের গণমানুষের নেতা কমরেড আজহারুল ইসলাম আরজু পার্টির ক্রান্তিকালে তার রাজনীতির প্রতি একনিষ্ঠ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অন্যদিকে সারা পৃথিবীতে যখন সমাজতন্ত্রের বিপর্যয় হয়েছে বলে অপপ্রচার চলছে তখন কমরেড ফিরোজ অত্যন্ত দৃঢ়তার সাথে সমাজতন্ত্রের সংগ্রাম চালিয়ে নিয়ে গেছেন। তারা দুজনেই ছিলেন পার্টির প্রতি গণমানুষের লড়াইয়ের প্রতি নিবেদিত নেতা।

বক্তারা আগামী প্রজন্ম পার্টির লাল পতাকাকে দৃঢ়তার সাথে বহন করে এই দুই অবিসংবাদিত নেতার প্রতি সম্মান জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজনীতি যখন বিনিয়োগে পরিণত হয়েছে সেই সময়ে কমরেড আরজু ও কমরেড ফিরোজ আদর্শের প্রতি অবিচল থেকে আমৃত্যু লড়াই করে গেছেন। আজীবন এ লড়াইকে জারি রেখে এ নেতার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে আমরা তাদের প্রতি সম্মান জানাবো।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..