Revolutionary democratic transformation towards socialism

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভূমিকম্পে নিহতদের প্রতি সিপিবির শোক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক শোক বার্তায় তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের ফলে সহস্রাধিক বাড়ি-ঘর এখনো ধ্বংসস্তুপে পরিণত হয়ে আছে। সেখানে অসংখ্য মানুষ চাপা পড়ে আছে। যাদের বেঁচে থাকা প্রায় অনিশ্চিত। অবিলম্বে বিশ্বের সকল দেশের উদ্ধারকারী বাহিনীকে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প স্থলে উদ্ধার কাজের নিয়োগের আহ্বান জানান।
 
শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, সমগ্র পৃথিবীতে পরিবেশের ওপর মানুষের বিধ্বংসী আচরণের ফলে ভূমিকম্পের প্রবণতা ক্রমশঃ বেড়ে উঠছে। এর জন্য উন্নত বিশ্ব নামধারী দেশগুলোই সবচেয়ে বেশি দায়ী। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমগ্র বিশ্বের পরিবেশ রক্ষার জন্য উদ্যোগ নেওয়া সময়ের দাবি। প্রাণ ও প্রকৃতি জীববৈচিত্র্য ধ্বংসের ফলে প্রতিবছর আমাদের ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। এর থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে বিশ্বব্যাপী পরিবেশ-প্রতিরক্ষা করার আন্দোলন জোরদার করতে হবে।

বিবৃতিতে, এই মুহূর্তে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার ও বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..