Revolutionary democratic transformation towards socialism

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ ও ক্ষোভ সিপিবির, দাম কমানোর দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৩১ জানুয়ারি ২০২৩ এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ করে, দাম কমানোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বিশেষজ্ঞরা এটা প্রমাণ করেছেন যে- দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ তা না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে। বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। এর মধ্যে কৃষি, ক্ষুদ্র শিল্পসহ সর্বত্র বিদ্যুতের দাম বাড়লে, উৎপাদন খরচ বৃদ্ধিসহ সর্বত্র এর নেতিবাচক প্রভাব পড়বে, যা বিভিন্নভাবে সাধারণ মানুষের ওপর চাপানো হবে। তাই বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক হবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ভুল নীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় ইত্যাদি কারণে বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকার এসব সত্য গোপন করে উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে আবারও বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানো এবং যে নির্বাহী আদেশে দাম বাড়ানো হচ্ছে, সেই প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়। একইসঙ্গে এ খাতে ভুল নীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও বিচার করার দাবি জানানো হয়।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..