সমাজতান্ত্রিক কিউবার মান্যবর রাষ্ট্রদূত আলেহান্দ্রো সিমানকাস মেরিন গতকাল সন্ধ্যায় পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য যথাক্রমে সামসুজ্জামান সেলিম, অধ্যাপক এ এন রাশেদা, কেন্দ্রীয় কমিটির সদস্য যথাক্রমে অধ্যাপক এম এম আকাশ, আব্দুল্লাহ আল ক্বাফী রতন, মানবেন্দ্র দেব এবং পার্টির ছাত্র ও যুব কমরেডগণ উপস্থিত ছিলেন।
এর আগে মান্যবর রাষ্ট্রদূত সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। কিউবার মান্যবর রাষ্ট্রদূত বলেন, এ বছর বাংলাদেশের সাথে কিউবার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর
উদযাপিত হচ্ছে। যা নানা বিবেচনায় তাৎপর্যপূর্ণ।
সিপিবির নেতৃবৃন্দ বলেন, কিউবার জনগণের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমাজতান্ত্রিক কিউবার অকুণ্ঠ সমর্থন এই সম্পর্কের বিরাট উদাহরণ। সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, সিপিবি শুরু থেকেই কিউবার জনগণের নায্য সংগ্রামের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আসছে এবং কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের আরোপিত অন্যায় অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
একইসাথে কিউবার সাথে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার মাত্রা আরো বৃদ্ধি করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
কিউবার রাষ্ট্রদূত তার আলোচনায় দুই দেশের জনগণের মধ্যে এবং সিপিবির সঙ্গে কিউবার কমিউনিস্ট পার্টির সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।