Revolutionary democratic transformation towards socialism

গাজীপুরে সিপিবি’র শান্তিপূর্ণ মিছিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ


দেশব্যাপী সমাবেশ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ জানুয়ারি ২০২৩, বিকাল ৪টায়, সিপিবি গাজীপুর জেলা কমিটির উদ্যোগে শান্তিপূর্ণ মিছিলে অর্ধশতাধিক সন্ত্রাসী অতর্কিত হামলা করেছে।

হামলায় জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, জেলা কমিটির নেতা ওয়াহিদুজামান, জাহাঙ্গীর হোসেন, ও জালাল হাওলাদার, মেহেদী হাসানসহ ১০ জনের অধিক আহত হয়। মিছিলে ব্যবহারকৃত মাইক, পতাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারী সন্ত্রাসীরা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গাজীপুরে সিপিবির মিছিলে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, হামলা চালিয়ে, হুমকি ধামকি দিয়ে কমিউনিস্টদের আন্দোলন দমন করা যাবে না।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..