Revolutionary democratic transformation towards socialism

গাইবান্ধায় সিপিবি’র সমাবেশে ছাত্রলীগের হামলার নিন্দা ও গ্রেফতার দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে, গাইবান্ধার পলাশবাড়িতে সিপিবির বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের গ্রেফতার দাবি করেন।
 
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দুঃশাসন হটানো, ব্যবস্থা বদলানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা ও নায্যমূল্যের দোকান চালু এবং পাচারের টাকা ও খেলাপী ঋণ উদ্ধারসহ এর সাথে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ ও দোষীদের শাস্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দেশে সাম্রাজ্যবাদী বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত চলমান বিক্ষোভ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ জানুয়ারি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শহরে এক শান্তিপূর্ণ পথসভায় ছাত্রলীগের দুর্বৃত্তরা হামলা করে।

এতে আহত হন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদিল নান্নু এবং ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার। হামলাকারীরা মাইক ভাংচুর করে ও ব্যানার কেড়ে নেয়।

নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..