বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে লামার রেংইয়েন ম্রো কার্বারী পাড়ায় রাতের আধারে অগ্নিসংযোগ, হামলা এবং লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িত এবং এর মদদ দাতাদের চিহ্নিত ও শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বান্দরবানে ‘লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ কর্তৃক লামা উপজেলার সরই ইউনিয়নে রেংইয়েন ম্রো কার্বারী পাড়ায় বার বার অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে, অথচ প্রশাসন যুগ যুগ ধরে বসবাসকারী আদিবাসীদের জীবন ও জমি রক্ষায় ভূমিকা নিচ্ছে না। প্রশাসনের মদদ ছাড়া বারবার এ ধরনের ঘটনা ঘটতে পারে না।
বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিরাপত্তার দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধানের জন্য চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করাসহ পাহাড়ের প্রকৃত সমস্যা সামধানের স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় স্বার্থান্বেষী মহল নানা ধরনের দখলদারিত্ব করে চলেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আদিবাসীদের নিরাপত্তা ও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।