Revolutionary democratic transformation towards socialism

দুর্নীতি ও দুঃশাসনের অবসানে আগামী ডিসেম্বর ২ তারিখ বাম জোটের সমাবেশ ও গণমিছিল সফল করার আহ্বান

আজ ২৭ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমরেড ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড রুহিন হোসেন প্রিন্স দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করনীয় নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, লক্ষ লক্ষ খেলাপীঋণ হয়েছে, বিদেশে পাচার হচ্ছে, সেইদিকে সরকার উদাসীন অথচ ২৫-৩০ হাজার টাকা ঋণের জন্য কৃষকদের গ্রেফতার নির্যাতন করা হচ্ছে।

সভায় আরো আলোচনা করেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নেতা কমরেড খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতা কমরেড লুনা নূর, বাসদ (মার্কসবাদী)’র নেতা জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা বিধান বিশ্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা রুবেল সিকদার।

সভায় দুর্নীতি-দুঃশাসন রুখে দাঁড়ানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, জ্বালানি তেল-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা-খেলাপীঋণ উদ্ধার এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচনের দাবিতে সর্বাত্বক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আগামী ২ ডিসেম্বর বিকাল ৩টা ৩০মিনিট-এ ঢাকার প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি গণমিছিল ঢাকার বিভিন্ন রাজপথ অতিক্রম করবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..