Revolutionary democratic transformation towards socialism

বিচারপতি গোলাম রব্বানীর মৃত্যুতে সিপিবির শোক প্রকাশ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বিচারপতি গোলাম রব্বানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিচারপতি গোলাম রব্বানী তার পেশাগত জীবন শেষ করে মানুষের জীবন জীবিকার সংগ্রামে নিজেকে যুক্ত করেছিলেন। পাট ও পাট শিল্প রক্ষার আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করেছেন।

গ্যাস রপ্তানির ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। অন্তত পঞ্চাশ বছরের গ্যাস মজুূদ রাখার আইনী বিধান সংসদে পাস করার আইনের খসড়া প্রণয়ন করেছিলেন।

বিবৃতিতে বলা হয়, বিচারপতি গোলাম রব্বানীর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..