Revolutionary democratic transformation towards socialism

সিপিবির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড মনজুরুল আহসান খানের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে পার্টির বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড মনজুরুল আহসান খানের উপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এবং এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়।

আজ ১২ নভেম্বর বাহাদুর শাহ পার্কে বেলা ১১টায় বাংলাদেশ হকার্স ইউনিয়নের সূত্রাপুর থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড মঞ্জুরুল আহসান খান। সভা চলাকালীন সময়ে পুলিশ সমাবেশে বাধা প্রদান করে, ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও কমরেড মঞ্জুরুল আহসান খান ও নেতৃবৃন্দের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে সমাবেশে লাঠি চার্জ করে।

সূত্রাপুর থানার ওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এই ন্যাক্কারজনক হামলা সংগঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..