Revolutionary democratic transformation towards socialism

দুঃশাসনের অবদান ঘটাতে বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স শহীদ নূর হোসেন ও শহীদ আমিনুল হুদা টিটো দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটোসহ অসংখ্য মানুষ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন পূরণ দূরে থাক, দেশ এখন সেই স্বপ্নের বিপরীত দিক দিয়ে চলছে। দেশে এখন গণতন্ত্রহীনতা চলছে।

নেতৃবৃন্দ আরো বলেন, গণআন্দোলনের ভেতর দিয়ে অর্জিত ন্যূনতম ভোটের অধিকারও কেড়ে নেয়া হয়েছে। নৈশকালীন ভোটের প্রহসনের মধ্যদিয়ে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। গণতন্ত্রহীন উন্নয়নের নামে দেশে কর্তৃত্ববাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট, গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছে। দুঃশাসন দেশবাসীর উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে।

নেতৃবৃন্দ শহীদ নূর হোসেন-টিটোদের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে বাম গণতান্ত্রিক শক্তিসমূহের নেতৃত্বে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শহীদ নূর হোসেন-টিটো দিবসে সিবিবি’র কেন্দ্রীয় কর্মসূচি

আগামীকাল ১০ নভেম্বর সকাল ৮টায় রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) এবং পরে মুক্তিভবনের সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে সিপিবি’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..