বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ এক বিবৃতিতে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সদস্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা, বীর মুক্তিযোদ্ধা কমরেড দিলীপ নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড দিলীপ নাথের মতো একজন নিবেদিত নেতাকে হারিয়ে পার্টির এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কমরেড দিলীপ নাথের ভূমিকা অনস্বীকার্য। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দিন বদলের সংগ্রামে কমরেড দিলীপ নাথ ছিলেন একজন অকুতোভয় সৈনিক। তার মৃত্যু গভীর শূন্যতা তৈরি করেছে। বাংলাদেশের শ্রমিক সমাজ তথা কৃষক-ক্ষেতমজুর-মেহনতি মানুষের মুক্তি আন্দোলনে কমরেড দিলীপ নাথের অবদান গুরুত্বের সাথে স্মরণ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত কমরেড বীর মুক্তিযোদ্ধা দিলীপ নাথের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।