বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ আজ ২৭ অক্টোবর ২০২২ এক বিবৃতিতে আটককৃত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম ও কেন্দ্রীয় সংগঠক মিথুন শর্মা অভির অবিলম্বে মুক্তি দাবি করেছেন।
ব্যাটারিচালিত শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন-চাঁদাবাজি বন্ধ, ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ করে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও বিআরটিএ কর্তৃক লাইসেন্সের দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। উক্ত দাবিতে আজ ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, সকাল ১১টায়, মুসলিম বাজার ঈদগাহ্ মাঠ, ডি ব্লক, পল্লবী, মিরপুর-১২-তে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও মিছিলের কর্মসূচিতে অযৌক্তিকভাবে বাধা প্রদান করে এবং সমাবেশ থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম ও কেন্দ্রীয় সংগঠক মিথুন শর্মা অভিকে গ্রেফতার করে পল্লবী থানায় নিয়ে যায়।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বর্তমান সরকারের শাসনামলে মেহনতি মানুষের জীবন জীবিকার উপর দুর্বিষহ নিপীড়ন চলছে। মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রামরত আটককৃত নেতৃবৃন্দদের মুক্তি দাবি করেন। শ্রমজীবী রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।