দেশের বিভিন্ন এলাকায় ঘুর্ণিঝড় সিত্রাং আঘাত এনেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল বন্যার রুপ ধারণ করেছে। ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকায় মানুষের পাশে দাড়াঁনোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ২৪ অক্টোবর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে অতিবর্ষণ দেখা দিয়েছে, যাতে জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। সৃষ্ট দুর্যোগে দূর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক কর্তব্য। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ মধ্যরাতে অথবা আগামীকাল ভোরে প্রবল বেগে সিত্রাং আঘাত আসতে পারে, ইতোমধ্যে দেশের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রবলতা নিয়ে সময় পার করছে। দেশের বিভিন্ন জেলার সাথে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ এবং বিমান ও নৌ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছে মানুষ।
বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারের প্রতি অতি দ্রুত আক্রান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া এবং সার্বিক সহযোগিতার দ্রুত তৎপরতা দাবি করেন। তারা দুর্গত এলাকার মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া নিরাপত্তা জোরদারসহ ক্ষতিগ্রস্ত জনগণের পাশে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।
একই সঙ্গে সিপিবি’র সদস্য-কর্মী, শুভ্যানুধায়ীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আক্রান্ত এলাকার জনগণের পাশে এগিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়।