বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র একাদশ কংগ্রেস আগামী ২৮-৩১ অক্টোবর ২০১৬ ঢাকায় অনুষ্ঠিত হবে। কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ ২৮ অক্টোবর ২০১৬ বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। কংগ্রেসের সকল আয়োজন সম্পন্ন করার লক্ষে আজ নগরীর মুক্তিভবনে কংগ্রেস প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক প্রস্তুতি বিষয়ে সবিস্তার পরিকল্পনা গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন- কমরেড লক্ষ্মী চক্রবর্তী, মাহবুবুল আলম, রাগীব আহসান মুন্না, অনিরুদ্ধ দাশ অঞ্জন, হাসান তারিক চৌধুরী, আনোয়ার হোসেন রেজা, প্রবীর সরদার, আসলাম খান, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, অর্ণব সরকার, মঞ্জুর মঈন প্রমুখ।
সভায় কংগ্রেসের উদ্বোধনী সমাবেশে ব্যাপক গণজমায়েত সংগঠিত করা, কংগ্রেস সামনে রেখে পার্টির রাজনৈতিক বক্তব্য প্রচার, অর্থ উত্তোলন, নিরাপত্তাসহ প্রস্তুতি বিষয়ক নানা সিদ্ধান্ত গৃহীত হয়। একাদশ কংগ্রেসের ব্যয় নির্বাহের জন্য সারাদেশের জনসাধারণের কাছ থেকে গণসংগ্রহের সিদ্ধান্ত হয়। একই সাথে দেশবাসীর প্রতি কংগ্রেস সফল করতে অন্যান্য সমর্থনের পাশাপাশি আর্থিক অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আসন্ন কংগ্রেসে ‘সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতা নিপাত যাক’- এই শ্লোগান এবং সমাজতন্ত্রের লক্ষে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন ও দুই জোটের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
কংগ্রেসের পূর্বে ইতোমধ্যে সকল শাখা সম্মেলন সম্পন্ন হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সকল থানা কমিটির সম্মেলন এবং সেপ্টেম্বর মাসজুড়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সম্মেলনে কেন্দ্রিয় কমিটি প্রস্তাবিত রাজনৈতিক প্রস্তাবের উপর মতামত গৃহীত হবে। শাখা ও থানা/উপজেলা সম্মেলনে গণতান্ত্রিকভাবে জেলা সম্মেলনের প্রতিনিধি এবং জেলা সম্মেলনে কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন করা হবে। একাদশ কংগ্রেসে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিসহ বামপন্থী-প্রগতিশীল বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
Login to comment..