Revolutionary democratic transformation towards socialism

নারায়ণগঞ্জে হত্যার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক আজ এক যুক্ত বিবৃতিতে আজ ১ সেপ্টেম্বর ২০২২ নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে একজনকে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে এধরনের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..