Revolutionary democratic transformation towards socialism

২৫ আগস্ট বাম জোটের হরতালের সমর্থনে ঢাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ


বাম গণতান্ত্রিক জোট আহূত আগামী ২৫ আগস্ট ২০২২ অর্ধদিবস হরতালের সমর্থনে আজ ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল সফল করার আহ্বান জানিয়ে আজ ২৩ আগস্ট ২০২২, মঙ্গলবার, বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকাল ১১টা থেকে ঢাকার পুরানা পল্টন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সহকারী সাধারণ সম্পাদক, বাম জোটের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা. হারুন অর রশীদ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ফখরুদ্দিন আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা বিধান চন্দ্র দাস, বাম জোটের নগর সমন্বয়ক খালেকুজ্জামান লিপন, বাসদের কেন্দ্রীয় নেতা জুলফিকার আলী, নাসিরউদ্দিন প্রিন্স, সিপিবি দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

সাইফুল ইসলাম সমীর প্রমুখ।
 
নেতৃবৃন্দ বলেন, ‘দাম কমাও, জীবন বাঁচাও’ দাবিতে আগামী ২৫ আগস্ট অর্ধদিবস দেশব্যাপী হরতাল সফল করার মধ্য দিয়ে দেশবাসী দুঃশাসনের অবসান ঘটিয়ে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলে জনগণের সরকার প্রতিষ্ঠা লড়াইকে বেগবান করবে। সেই সাথে নেতৃবৃন্দ বলেন, বাম গণতান্ত্রিক জোট আহূত এই হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে শাসক দল হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট নাটোরের হরিশপুর বাইপাসে পথসভা চলাকালে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে নেতা-কর্মীদের মারধর করে ব্যানার-লিফলেটে আগুন লাগিয়ে দেয় এবং মাইক ভাঙচুর করে। হামলায় আহত হন সিপিবি নাটোর জেলা সাধারণ সম্পাদক আলফুজ্জামান, জেলা বাসদ সদস্য সচিব মোবারক হোসেন, সিপিবি নেতা আরিফ, ছাত্রনেতা মাহফুজ আহমেদসহ ১০-১৫ জন নেতা কর্মী।

নেতৃবৃন্দ উক্ত হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার দাবি করেন।

এছাড়া হরতালের সমর্থনে আজ ঢাকার বিভিন্ন স্থানে বাম জোটের নগর নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..