Revolutionary democratic transformation towards socialism

শ্রমিকনেতা কে.এম মিন্টু, মনজু, মজিদ, আলতাফ, আলম ও নান্নু মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি সিপিবির


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় সভাপতি  মোহাম্মাদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৭ আগস্ট ২০২২ এক বিবৃতিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার- আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, গার্মেন্ট শ্রমিক টিইউসি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে.এম মিন্টু, টিইউসি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু, আশুলিয়া থানা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আঃ মজিদ মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ- সভাপতি আলম পারভেজ ও মোঃ নান্নু মিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে শ্রমিকদের ওপর যে নির্যাতন চলছে,তার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দমন পীড়ন করে কন্ঠ রোধ করা যাবে না।

উল্লেখ্য উচ্চ আদালতের আদেশ অনুযায়ী শ্রমিক নেতৃবৃন্দ আজ নিম্ন আদালতে হাজির হলে, নিম্ন আদালত জামিনের আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..